মঙ্গলবার (৩ অক্টোবর) কোম্পানির পর্ষদ সভায় জুলাই থেকে ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিদায়ী বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৫১ পয়সা। যা আগের বছর ৩ টাকা ৪৫ পয়সা ছিলো।
এছাড়া ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরে কোম্পানির প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ৬৪ টাকা ৩৭ পয়সা। এর আগের বছর ছিল ৫৮ টাকা ৩৮ পয়সা।
এদিকে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৮ কোটি ৪০ লাখ টাকা। তাতে মোট মুনাফা থেকে ৮৪ লাখ শেয়ারধারীদের ২ টাকা করে ১ কোটি ৬৮ লাখ টাকা লভ্যাংশ প্রদান করবে প্রতিষ্ঠানটি।
এর আগে, ২০২১ ও ২২ সালে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল অ্যাপেক্স স্পিনিং।
পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর। ওই দিন সকাল সাড়ে ৯টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। তার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।
ডিএসইতে ১৯৯৪ সালে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার মঙ্গলবার সর্বশেষ লেনদেন হয়েছে ১২৪ টাকা ৭০ পয়সায়। বর্তমান কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৫২ দশমিক ৯৮ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১২ দশমিক ২৬ শতাংশ শেয়ার। এছাড়াও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৪ দশমিক ৫১ শতাংশ শেয়ার।
অর্থসংবাদ/এমআই