ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (৪ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৩৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাঁড়িয়েছে ৬ হাজার ২৬২ পয়েন্টে। প্রধান সূচকের সঙ্গে ডিএস-৩০ সূচকে এদিন দশমিক ৮২ পয়েন্ট বেড়েছে।
এছাড়া ডিএসইর অপর সূচক ডিএসইএস এদিন দশমিক ৭৩ পয়েন্ট হারিয়েছে।
ডিএসইতে আজ মোট ৪৫০ কোটি ৯৮ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৯৭ কোটি ১৭ লাখ টাকা।
আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩০৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৪টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৬৪টি কোম্পানির। বিপরীতে ৭৫টি কোম্পানির শেয়ারের দাম কমেছে।
অর্থসংবাদ/এমআই