বিশ্বকাপে দর্শকদের বিনামূল্যে পানি দিচ্ছে বিসিসিআই

বিশ্বকাপে দর্শকদের বিনামূল্যে পানি দিচ্ছে বিসিসিআই
শুরু হয়েছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। তপ্ত গরমে মাঠে খেলা দেখতে আসা দর্শকদের জন্য স্বস্তির খবর দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আসর চলাকালীন দর্শকদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে আয়োজক দেশটির ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপ চলাকালীন সব ভেন্যুতে দর্শকদের বিনামূল্যে মিনারেল এবং প্যাকেটজাত পানি সরবরাহ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব জয় শাহ।

টুইটারে জয় শাহ লেখেন, ‘আমি ঘোষণা করতে পেরে গর্বিত যে আমরা ভারতজুড়ে স্টেডিয়ামে দর্শকদের বিনামূল্যে মিনারেল এবং প্যাকেটজাত পানীয় সরবরাহ করব। সবাই হাইড্রেটেড থাকুন এবং খেলাগুলো উপভোগ করুন।’

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামসহ ভারতের ১০টি ভিন্ন ভেন্যুতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেকটি স্টেডিয়ামে উপস্থিত সবাই দর্শকদের জন্য মিনারেল ওয়াটারের সরবরাহ করবে বিসিসিআই। বোর্ডের এই উদ্যোগকে সবাই সাধুবাদ জানাচ্ছেন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে