ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যে স্নাতককারীদের চাকরির সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যে স্নাতককারীদের চাকরির সুযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগে চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে হিসাব পরিচালকের দপ্তর ও গ্রন্থাগারে পাঁচ ক্যাটাগরির পদে আটজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

১. পদের নাম: হিসাবরক্ষক
দপ্তর: হিসাব পরিচালকের দপ্তর
পদসংখ্যা: ১
যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ৪-এর স্কেলে ২.৭৫ সহ বাণিজ্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে জিপিএ/সিজিপিএ ২.৭৫ (৫.০০ স্কেলে)-এর নিচে অথবা তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা

২. পদের নাম: সহকারী হিসাবরক্ষক
দপ্তর: হিসাব পরিচালকের দপ্তর
পদসংখ্যা: ১
যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ৪-এর স্কেলে ২.৭৫ সহ বাণিজ্যে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে জিপিএ/সিজিপিএ ২.৭৫ (৫.০০ স্কেলে)-এর নিচে অথবা তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

৩. পদের নাম: জুনিয়র হিসাব সহকারী
দপ্তর: হিসাব পরিচালকের দপ্তর
পদসংখ্যা: ৩
যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ৪-এর স্কেলে ২.৭৫ সহ বাণিজ্যে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে জিপিএ/সিজিপিএ ২.৭৫ (৫.০০ স্কেলে)-এর নিচে অথবা তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

আরও পড়ুন: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চাকরির সুযোগ

৪. পদের নাম: ক্যাটালগার গ্রেড-১
দপ্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার
পদসংখ্যা: ১
যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সিজিপিএ ৪-এর স্কেলে ২.৭৫ সহ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে ডিপ্লোমাসহ স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে জিপিএ/সিজিপিএ ২.৭৫ (৫.০০ স্কেলে)-এর নিচে অথবা তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

৫. পদের নাম: গ্রন্থাগার সহকারী
দপ্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার
পদসংখ্যা: ২
যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ৪-এর স্কেলে ২.৭৫ সহ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে ডিপ্লোমাসহ স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে জিপিএ/সিজিপিএ ২.৭৫ (৫.০০ স্কেলে)-এর নিচে অথবা তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে পূর্ণ জীবনবৃত্তান্ত উল্লেখ করে সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ রেজিস্ট্রার বরাবর সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্রে শিক্ষাগত যোগ্যতার সব সার্টিফিকেট ও ডিগ্রি উল্লেখ করতে হবে।

আবেদন ফি
রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ৩০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়) করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ১ থেকে ৩ নম্বর পদের জন্য হিসাব পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিস এবং ৪ ও ৫ নম্বর পদের জন্য গ্রন্থাগারিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিস।

আবেদনপত্র পাঠানোর শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৩।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি