জানা যায়, গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে ৪ দিনই উল্লেখযোগ্য অবদান রেখেছে বীমা খাত। এবং বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২৭.২ শতাংশ অবদান রয়েছে এই খাত।
এদিকে, আলোচ্য সপ্তাহে ১০.৬ শতাংশ লেনদেন করে ওষুধ-রসায়ন খাত তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে।
অন্যদিকে, তৃতীয় স্থানে রয়েছে আর্থিক খাত। গত সপ্তাহে ১০.৩ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে খাতটি।
এছাড়াও তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে লেনেদেন হয়েছে ৬.৯ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৬.৭ শতাংশ, জীবন বিমা খাতে ৬.১ শতাংশ, প্রকৌশল খাতে ৫.৯ শতাংশ, বিবিধ খাতে ৫.২ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.২ শতাংশ, খাদ্য খাতে ২.৪ শতাংশ, আইটি খাতে ১.৩ শতাংশ, সিমেন্ট খাতে ১.২ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১ শতাংশ, সিরামিক খাতে দশমিক ৮ শতাংশ, কাগজ, ট্যানারি, ভ্রমণ ও অবকাশ, সেবা খাতে দশমিক ৪ শতাংশ করে লেনদেন হয়েছে। এছাড়া পাট খাতে ২ শতাংশ লেনেদেন হয়েছে।