ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামী ৩১ অক্টোবর কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। আলোচ্য তারিখে উভয় কোম্পানির পর্ষদ মিলে নতুন পর্ষদ গঠন করবে। পাশাপাশি কোম্পানি দুইটির একীভূতকরণের হিসাব প্রস্তুত ও প্রকাশ করা হবে।
এর আগে কোম্পানি দুইটির একীভূতকরণের বিষয়ে অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ বিষয়ে কোম্পানিটিকে হাইকোর্টের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
একীভূতকরণের নিয়মানুসারে, এখন থেকে সামিন ফুডের সব সম্পদের মালিক হবে আর.এন স্পিনিং মিলস। একইভাবে সামিন ফুডের সব দায়ও আর.এন স্পিনিংয়ের ওপর বর্তাবে।
অর্থসংবাদ/এমআই