মিষ্টি-কেক বিক্রি করতে লাগবে বিএসটিআইয়ের মান সনদ

মিষ্টি-কেক বিক্রি করতে লাগবে বিএসটিআইয়ের মান সনদ
সব ধরনের মিষ্টি, কেক, গ্রিন টি, চাটনি, কাজলসহ আরো ৩৬টি পণ্য উৎপাদন ও বাজারজাত করতে বাধ্যতামূলক বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মান সনদ নিতে হবে। গত ২৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে শিল্প মন্ত্রণালয়। এর আগে ২২৯টি পণ্যের বাধ্যতামূলক সনদ নিতে হতো।

এর আগে গত ডিসেম্বর মাসে বিএসটিআই সনদের তালিকায় নতুন ১০টি পণ্য যুক্ত করা হয়। এবার আরো ৩৬টি পণ্য যুক্ত করা হলো। কিন্তু আগে তিনটি পণ্য একটি সনদের আওতায় নিয়ে আসার কারণে বাধ্যতামূলক সনদের আওতায় এলো মোট ২৭৩টি পণ্য।

নতুন পণ্যগুলোর মধ্যে অন্যতম হলো—ছানা, চিজ, টুথব্রাশ, হুয়ে চিজ, ক্রিম চিজ, চুলের ক্রিম, চোখের কাজল, ভেজা টিস্যু, মশারি, তোয়ালে, সয়া সস, ডেকোরেটেড কেক, মল্টবেজড খাদ্য ও পানীয়, গ্লিসারিন, লিকুইড টয়লেট সোপ, ট্রান্সপারেন্ট টয়লেট সোপ, বিটুমিন, প্রেসার কুকার, এলপিজি সিলিন্ডার, রান্নার স্টোভ, শ্রমিকদের ব্যবহৃত হেলমেট, চটের ব্যাগ, ৩০-৫০ কেজি আকারের খাদ্যভর্তি ব্যাগ, অটোরিকশার ব্যাটারি, ইউপিএস, পানি তোলার মোটর ইত্যাদি।

বিএসটিআইয়ের পক্ষে বলা হয়েছে, এসব পণ্য লাইসেন্স ছাড়া উৎপাদন, বিক্রি বা বিতরণ করা যাবে না। নতুন এই পণ্যগুলো জাতীয় ও আন্তর্জাতিক মানের হলেও বাধ্যতামূলক তালিকায় না থাকায় বিএসটিআই নজরদারি করতে পারত না। এখন তা করা সম্ভব হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি