ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, পপুলার লাইফের পর্ষদ সভা আগামী ১৯ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। এছাড়া ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্সের একই দিনে বিকাল ৩টায় এবং সাউথইস্ট ব্যাংকেরও বিকাল ৩টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
আলোচিত সভায় কোম্পানিগুলো চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। পর্যালোচনা শেষে পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে প্রকাশ করবে কোম্পানিগুলো।
উল্লেখ্য, ২০২২ হিসাববছর শেষে পপুলার লাইফ ইনস্যুরেন্সের শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিলো ৩ টাকা ৮০ পয়সা।
এছাড়া চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৩-মার্চ’২৩) ইন্টারন্যাশনাল লিজিং এর শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ১৫ পয়সা। আর দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৩-জুলাই’২৩) ইপিএসের পরিমাণ ছিল ০০ পয়সা।
চলমান হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৩-মার্চ’২৩) সাউথইস্ট ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৯ পয়সা। আর দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৩-জুলাই’২৩) ইপিএসের পরিমাণ ছিল ৩১ পয়সা।
অর্থসংবাদ/এমআই