ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, রোববার (১৫ অক্টোবর) নর্দান ইসলামি ইনস্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা বা ৮ দশমিক ২৬ শতাংশ। তাতে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে।
এদিন দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এমবি ফার্মার শেয়ারদর আগের দিনের তুলনায় ৬৩ টাকা ৯০ পয়সা বা ৭ দশমিক ৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর শেয়ারদর ৬৫ টাকা ৯০ পয়সা বা ৬ দশমিক ২৪ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে লিবরা ইনফিউশন।
রোববার দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানি হলো- ইউনিয়ন ইন্স্যুরেন্স, নাভানা ফার্মা, ন্যাশনাল টি, খান ব্রাদার্স, সোনালী আঁশ, জি কিউ বলপেন এবং বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস লিমিটেড।
অর্থসংবাদ/এমআই