তিনি বলেন, আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধন করবেন। আগামী ২ নভেম্বর চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত পূর্ণাঙ্গ একটা ট্রেন দিয়ে ট্রায়াল রান করবো। এর আগে ট্রেন চলাচলের জন্য প্রস্তুত হবে কালুরঘাট ব্রিজ।
সোমবার (১৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম কালুরঘাট সেতুর সংস্কার কাজ পরিদর্শন শেষে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দোহাজারী-কক্সবাজার রেললাইনের কাজ চলমান। আগামী ৩০ অক্টোবরের মধ্যে অবশিষ্ট কাজ শেষ হবে। রেল চলাচলের জন্য উপযোগী হবে। এরপর দুই একটা স্টেশনের কাজ হয়তো বাকি থাকবে। সেগুলো পর্যায়ক্রমে শেষ হবে।
নূরুল ইসলাম সুজন বলেন, দোহাজারী-কক্সবাজার রেললাইন ভবিষ্যতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের সঙ্গে যুক্ত করা হবে।
এরপর মন্ত্রী ট্রলিতে করে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নবনির্মিত রেললাইন পরিদর্শন করেন।
এ সময় দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের পরিচালক হারুন উর রশিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থসংবাদ/এমআই