দোহাজারী-কক্সবাজার রেললাইন উদ্বোধন ১২ নভেম্বর

দোহাজারী-কক্সবাজার রেললাইন উদ্বোধন ১২ নভেম্বর
চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নিমার্ণকৃত রেলপথ আগামী ১২ নভেম্বর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধন করবেন। আগামী ২ নভেম্বর চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত পূর্ণাঙ্গ একটা ট্রেন দিয়ে ট্রায়াল রান করবো। এর আগে ট্রেন চলাচলের জন্য প্রস্তুত হবে কালুরঘাট ব্রিজ।

সোমবার (১৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম কালুরঘাট সেতুর সংস্কার কাজ পরিদর্শন শেষে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দোহাজারী-কক্সবাজার রেললাইনের কাজ চলমান। আগামী ৩০ অক্টোবরের মধ্যে অবশিষ্ট কাজ শেষ হবে। রেল চলাচলের জন্য উপযোগী হবে। এরপর দুই একটা স্টেশনের কাজ হয়তো বাকি থাকবে। সেগুলো পর্যায়ক্রমে শেষ হবে।

নূরুল ইসলাম সুজন বলেন, দোহাজারী-কক্সবাজার রেললাইন ভবিষ্যতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের সঙ্গে যুক্ত করা হবে।

এরপর মন্ত্রী ট্রলিতে করে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নবনির্মিত রেললাইন পরিদর্শন করেন।

এ সময় দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের পরিচালক হারুন উর রশিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা