যেসব পদে নিয়োগ
১৫১টি পদের মধ্যে সহকারী পরিচালক (হিসাব/অর্থ/অডিট/বাণিজ্যিক পরিচালন) পদে ১০ জন, সহকারী পরিচালক (প্রশাসন) পদে ৫ জন, সহকারী পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান) পদে ২ জন, মেডিকেল অফিসার ৬ জন, রসায়নবিদ ৬ জন ও ক্রয়/ভান্ডার/সিঅ্যান্ডএফ কর্মকর্তা পদে ৪ জন নেওয়া হবে। এসব পদ নবম গ্রেডের পদ।
আরও পড়ুন: ছয় বিসিএসে ৭ হাজার ১৬১ নারী কর্মকর্তা নিয়োগ
এ ছাড়া সহকারী প্রধান শিক্ষক পদে দুজন নেওয়া হবে। এর মধ্যে একটি নবম গ্রেডের পদ ও আরেকটি দশম গ্রেডের পদ। দশম গ্রেডে হিসাবরক্ষক পদে ৭ জন নিয়োগ দেওয়া হবে। ১১তম গ্রেডে সহকারী নিরাপত্তা কর্মকর্তা/আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা পদে দুজন নেওয়া হবে, ১৩তম গ্রেডে সহকারী হিসাবরক্ষক পদে ৩০ জন এবং উচ্চমান হিসাব সহকারী পদে ৭৭ জন নিয়োগ দেওয়া হবে।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এ লিংকে ।
আবেদনের সময়সীমা
১৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত।
অর্থসংবাদ/এমআই