ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৮ অক্টোবর) সোনালী পেপারের মোট লেনদেন হয়েছে ৪০ কোটি ৪৮ লাখ ৭৮ হাজার টাকা। তাতে কোম্পানিটি লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে।
এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে সি পার্ল বিচ রিসোর্ট। আজ কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ২৮ কোটি ৫৫ লাখ ৯ হাজার টাকা। আর ১৮ কোটি ৩৬ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সোনালী আঁশ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো-জেমিনি সি ফুড, খান ব্রাদার্স, দেশবন্ধু পলিমার, ফু-ওয়াং ফুড, স্কয়ার ফার্মা, এমারেল্ড অয়েল এবং ইউনিয়ন ইনস্যুরেন্স।
অর্থসংবাদ/এমআই