ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৮ অক্টোবর) ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।
এদিন দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা জিকিউ বলপেনের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ। আর ৮ দশমিক ৭৩ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে কে অ্যান্ড কিউ।
বুধবার ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ক্রিস্টাল ইনস্যুরেন্স, সোনালী আঁশ, ইস্টার্ন ইনস্যুরেন্স, সিএপিম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, হাইডেলবার্গ সিমেন্ট, ইউনিয়ন ইনস্যুরেন্স এবং ইস্টার্ন লুব্রিকেন্টস।
অর্থসংবাদ/এমআই