সিএসই-৫০ ইনডেক্স সমন্বয়

সিএসই-৫০ ইনডেক্স সমন্বয়

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৫০ ইনডেক্স সমন্বয় করা হয়েছে। পরিবর্তিত সূচকে নতুন ৩ টি কোম্পানিকে যুক্ত করা হয়েছে, বাদ গেছে সূচকভূক্ত আগের ৩ কোম্পানি। সমন্বয় পরবর্তী সূচক কার্যকরী হবে আগামী ১ নভেম্বর থেকে।


নতুন করে যুক্ত কোম্পানীগুলো হচ্ছে- আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, বিকন ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেড।


ইনডেক্স থেকে বাদ যাওয়া কোম্পানীগুলো হচ্ছে- একটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড এবং অরিয়ন ইনফিউশন লিমিটেড ।


নতুন করে যুক্ত হওয়া টি কোম্পানীসহ ৫০টি কোম্পানীর নাম হলো- এবি ব্যাংক লিমিটেড, এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, বিবিএস ক্যাবলস লিমিটেড, বিডি শিপিং কর্পোরেশন, বিকন ফার্মাসিউটিক্যালস্ পিএলসি, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, ব্রিটিশ অ্যামেরিকান ট্যোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, ডাচ-বাংলা ব্যাংক লিমিটিড, ইস্টার্ন ব্যাংক পিএলসি, এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বিডি লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, জেনেক্স ইনফোসিস লিমিটেড, জিপিএইচ ইস্পাত লিমিটেড, গ্রামীনফোন লিমিটেড, আইডিএলসি ফাইনান্স লিমিটেড, ইফাদ অটোস লিমিটেড, আইএফআইসি ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, যমুনা ব্যাংক লিমিটেড, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, ওরিয়ন র্ফামা লিমিটেড, পদ্মা ওয়েল কেস্পানী লিমিটেড, পাওয়ার গ্রিড কোম্পানি অব বিডি লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, আর এ কে সিরামিকস (বিডি) লিমিটেড, রবি অ্যাক্সিয়াটা লিমিটেড, সাইফ পাওয়ারটেক লিমিটেড, সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড, দি সিটি ব্যাংক লিমিটেড, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট পিএলসি, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক পিএলসি , ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং উত্তরা ব্যাংক পিএলসি ।


এখানে উল্লেখযোগ্য যে, সিএসই-৫০ ইনডেক্স-এ অর্ন্তভুক্ত কোম্পানীগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানীগুলোর মূলধনের শতকরা প্রায় ৫৫ দশমিক ৭৫ ভাগ, ফ্রি-ফ্লোট বাজার মূলধন সকল নিবন্ধিত কোম্পানীগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা ৫৯ দশমিক ০৯ ভাগ এবং সকল নিবন্ধিত কোম্পানীগুলোর বিগত ০৬ মাসের (৩০ জুন,২০২৩ পর্যন্ত) অ্যাভারেজ ডেইলি টার্নওভার হল ৪০ দশমিক ৮৩ ভাগ ।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত