হিন্দু ধর্মাবলম্বীর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিসহ মোট আট দিন বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। শুক্রবার (২০ অক্টোবর) বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উভয় দেশের এক্সপোর্টার, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোশিয়েশনের সঙ্গে আলোচনা সভার মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করে আগামী ২১ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত স্থলবন্দরের আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। এ নিয়ে উভয় দেশের ব্যবসায়ী সংগঠন, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। তার আগে আজ (২০ অক্টোবর) ও আগামী ২৭ অক্টোবর শুক্রবার থাকায় আরও দুদিনসহ মোট আট দিন বন্ধ থাকবে স্থলবন্দরের কার্যক্রম। তবে ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে ভারত-বাংলাদেশ যাতায়াত স্বাভাবিক থাকবে। আগামী ২৮ অক্টোবর সকালে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হবে।
অপরদিকে আগামী মাসে ১২-১৩ নভেম্বর কালিপূজা ও ১৯ অক্টোবর ছটপূজা উপলক্ষ্যে আরও তিন দিন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান তিনি।
বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
অর্থসংবাদ/এসএম