ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, রোববার (২২ অক্টোবর) ডিএসই’র ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। এদিন কোম্পানিটি মোট ১৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার কেনাবেচা করে।
আজ ব্লকে লেনদেনে দ্বিতীয় স্থানে ছিলো ট্রাস্ট ব্যাংক লিমিটেড। ব্যাংকটি আজ ১৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া ৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন করায় ব্লকে তালিকার তৃতীয় স্থানে ছিলো ইসলামী ব্যাংক পিএলসি।
আজ ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩ কোটি ৭৪ লাখ ৬৪ হাজার, সোনালী পেপারের ৩ কোটি ৫০ লাখ ৫৪ হাজার, উত্তরা ব্যাংকের ৩ কোটি ৩ লাখ ৫২ হাজার, ন্যাশনাল ব্যাংকের ২ কোটি ৮৪ লাখ ২০ হাজার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৯৬ লাখ ৩০ হাজার, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৭৪ লাখ ২৩ হাজার এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ কোটি ৭৩ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অর্থসংবাদ/এমআই