সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৩৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষস্থান দখলে নিয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৩ অক্টোবর) ডিএসইতে তসরিফা ইন্ডাস্ট্রিজের ৮৫ লাখ ৮৯ হাজার ৪১৬টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ২৩ কোটি ৩৩ লাখ টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার আজ ১৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। তৃতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ১২ লাখ টাকার।
সোনালী আঁশের আজ ১৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। জেমিনি সি ফুডের লেনদেনকৃত শেয়ারের আর্থিক মূল্য ১২ কোটি ৬৭ লাখ টাকা।
সোমবার লেনদেনের শীর্ষ দশে থাকা অপর কোম্পানিগুলো হচ্ছে- এমারেল্ড অয়েল, খান ব্রাদার্স, কোহিনূর কেমিক্যাল, লিবরা ইনফিউশন এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
অর্থসংবাদ/এসএম