পেইড শেয়ারিং, শক্তিশালী প্রোগ্রামিং এবং স্ট্রিমিং পরিষেবার বিশ্বব্যাপী সম্প্রসারণের জন্য এ আয় বা প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছে নেটফ্লিক্স। বর্তমানে বিশ্বে প্লাটফর্মটির ২৪ কোটি ৭০ লাখের বেশি সাবস্ক্রাইবার বা ব্যবহারকারী রয়েছে। যার প্রায় ৭০ শতাংশই যুক্তরাষ্ট্রের বাইরে। চলমান রাইটার্স গিল্ড অব আমেরিকা (ডব্লিউজিএ) ধর্মঘট সত্ত্বেও স্ট্রিমিং জায়ান্টটি ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে ৮৫৪ কোটি ডলার মোট আয় করেছে, যা তাদের পূর্বাভাসের চেয়ে বেশি।
মূলত পূর্বানুমানের তুলনায় সাবস্ক্রাইবার বা ব্যবহারকারী বাড়ায় আয় বেড়েছে। প্লাটফর্মটির পরিচালনগত আয় ১৯০ কোটি ডলারের বেশি, যা আগের বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি। ওয়াল স্ট্রিটও প্লাটফর্মটির আয়ের বিষয়ে এমনই পূর্বাভাস দিয়েছিল।
আরও পড়ুন: নেটফ্লিক্সে সিনেমা পার্টি হোস্ট করবেন যেভাবে
ভিডিও স্ট্রিমিংয়ের প্লাটফর্মটি বিজ্ঞাপন চালু করলেও এখান থেকে ২০২৩ সালে নেটফ্লিক্স তেমন আয় করতে পারেনি। প্লাটফর্মটি জানায়, চীন ও রাশিয়া বাদে যুক্তরাষ্ট্রের বাজারে ১৮ হাজার কোটি ডলারের দীর্ঘমেয়াদি সম্ভাবনার বিষয়ে আশাবাদী।
পেইড মেম্বারশিপ থেকে আয় বেড়েছে নেটফ্লিক্সের। আগের প্রান্তিকের তুলনায় চলতি প্রান্তিকে এটি ৭০ শতাংশ বেড়েছে এবং ১২টির বেশি দেশে ৩০ শতাংশের বেশি নতুন ব্যবহারকারী বেড়েছে।
চলতি বছরের শেষ প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ৮৭০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশাবাদী নেটফ্লিক্স। এছাড়া গড় আয় ৯৫ কোটি ৬০ লাখ ডলারে নেমে আসবে বলে সূত্রে জানা গেছে।
অর্থসংবাদ/এমআই