ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। কোম্পানিটি আজ ব্লকে ১৪ কোটি ২৫ লাখ ৮০ হাজার টাকার শেয়ার হাতবদল করে।
ব্লক মার্কেটে লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ট্রাস্ট ব্যাংক ১৩ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার কেনাবেচা করেছে। আর ১২ কোটি ৮২ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সোনালী পেপার।
আজ ব্লক মার্কেটের লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংকের ৩ কোটি ৮ লাখ ১০ হাজার, কেডিএস এ্যাক্সেসরিজের ১ কোটি ৯৩ লাখ ৪৬ হাজার, উত্তরা ব্যাংকের ১ কোটি ৮৯ লাখ ২০ হাজার, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ১ কোটি ৬৪ লাখ ৪ হাজার, ব্রাক ব্যাংকের ৮৪ লাখ ৮৯ হাজার, গ্রামীণফোনের ৮০ লাখ ৮৭ হাজার এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অর্থসংবাদ/এমআই