প্যাকেটজাত আটার দাম ফের বেড়েছে

প্যাকেটজাত আটার দাম ফের বেড়েছে
গমের দাম গত এক বছরে আন্তর্জাতিক বাজারে কয়েকবার কমলেও দেশের বাজারে এর কোনো প্রভাব দেখা যায়নি। উল্টো হু হু করে আটার দাম বেড়েছে। এবার নতুন দামের প্যাকেটজাত আটা বাজারে না আসতেই প্রতি প্যাকেটে আটার দাম বেড়ে গেছে ১০ টাকা, অর্থাৎ কেজিতে ৫ টাকা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে গমের দামে রেকর্ড গড়েছিল। তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শস্যচুক্তির কল্যাণে বিশ্ববাজারে অর্ধেকে নেমেছে গমের দাম। তার ধারাবাহিকতায় এক বছরে আন্তর্জাতিক বাজারে গমের দাম কমেছে ৩১ শতাংশ। তবে দেশেরে বাজারে সেই তুলনায় নামমাত্র দাম কমেছে।

আমদানিকারকরা বলছেন, আটার দাম আন্তর্জাতিক বাজারে ৩১ শতাংশ কমলেও এক বছরে আটা উৎপাদানে অন্তত ৫০ শতাংশ খরচ বেড়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ডলারের দাম বৃদ্ধি। টাকার বিপরীতে ডলারের দাম বেড়েছে ৩৮ শতাংশ। গ্যাস-বিদ্যুৎ মিলিয়ে আরও ১২ শতাংশ বেড়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে গমের দাম কমলেও দেশের বাজারে এর প্রভাব তেমন একটা পড়েনি।

টিকে গ্রুপের পরিচালক (ফিন্যান্স অ্যান্ড অপারেশনস) মো. শফিউল আতাহার তাসলিম বলেছেন, আন্তর্জাতিক বাজারে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও দেশের মানুষ তার সুবিধা নিতে পারছে না। এর বড় একটা কারণ, ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া। এক বছরে আন্তর্জাতিক বাজারে গমের দাম ৩১ শতাংশ কমেছে এটি যতটা সত্যি। তার থেকে বেশি উৎপাদন খরচ বেড়েছে। ২০২২ সালের দিকে ১ ডলারের মূল্য ছিল ৮৫ টাকা। কিন্তু তা এক বছরের ব্যবধানে ৩৩ টাকা বেশি দিতে হচ্ছে। খরচ বাড়ায় শুধু নারায়ণগঞ্জে ৯০ শতাংশ মিল বন্ধ হয়ে গেছে।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব বলছে, গতকাল খুচরা পর্যায়ে প্যাকেটের আটার দাম ছিল প্রতি কেজি ৫০ থেকে ৫৫ টাকা। আর খোলা আটার দাম ছিল প্রতি কেজি ৪২ থেকে ৪৫ টাকা।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান