এডিপিতে ছয় অর্থবছরের মধ্যে সর্বনিম্ন ব্যয়

এডিপিতে ছয় অর্থবছরের মধ্যে সর্বনিম্ন ব্যয়
চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) আগের বছরের একই সময়ের তুলনায় ১ হাজার ২৮৬ কোটি টাকা কম খরচ হয়েছে। গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে এডিপি বরাদ্দ থেকে ব্যয় হয়েছে ২০ হাজার ৬০৯ কোটি টাকা। এর আগের ২০২২–২৩ অর্থবছরের একই সময়ে খরচ হয়েছিল ২১ হাজার ৮৯৫ কোটি টাকা।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) আজ সোমবার জুলাই-সেপ্টেম্বর মাসে এডিপি বাস্তবায়নের এই হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। আগের বছরের চেয়ে এডিপির টাকা কম খরচের ঘটনা ঘটেছিল কোভিডের প্রথম বছরে।

শতকরা হিসাবে এবার এডিপি বাস্তবায়নের হার গত ছয় বছরের মধ্যে সবচেয়ে কম। গত জুলাই-সেপ্টেম্বর তিন মাসে এডিপি বাস্তবায়নের হার সাড়ে ৭ শতাংশ। আগের ছয় অর্থবছরের কোনোবারই প্রথম তিন মাসে এডিপি ৮ শতাংশের কম বাস্তবায়ন হয়নি।

আইএমইডি সূত্রে জানা গেছে, গত তিন মাসে খরচ হওয়া টাকার মধ্যে অভ্যন্তরীণ উৎসের ১২ হাজার ৫৩৭ কোটি টাকা, বিদেশি ঋণের ৭ হাজার ৫০০ কোটি টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিলের ৫৭২ কোটি টাকা।

চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) আকার হচ্ছে ২ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি টাকা। আর এতে মোট প্রকল্প সংখ্যা হলো ১ হাজার ৩৯২টি।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু