পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) আজ সোমবার জুলাই-সেপ্টেম্বর মাসে এডিপি বাস্তবায়নের এই হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। আগের বছরের চেয়ে এডিপির টাকা কম খরচের ঘটনা ঘটেছিল কোভিডের প্রথম বছরে।
শতকরা হিসাবে এবার এডিপি বাস্তবায়নের হার গত ছয় বছরের মধ্যে সবচেয়ে কম। গত জুলাই-সেপ্টেম্বর তিন মাসে এডিপি বাস্তবায়নের হার সাড়ে ৭ শতাংশ। আগের ছয় অর্থবছরের কোনোবারই প্রথম তিন মাসে এডিপি ৮ শতাংশের কম বাস্তবায়ন হয়নি।
আইএমইডি সূত্রে জানা গেছে, গত তিন মাসে খরচ হওয়া টাকার মধ্যে অভ্যন্তরীণ উৎসের ১২ হাজার ৫৩৭ কোটি টাকা, বিদেশি ঋণের ৭ হাজার ৫০০ কোটি টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিলের ৫৭২ কোটি টাকা।
চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) আকার হচ্ছে ২ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি টাকা। আর এতে মোট প্রকল্প সংখ্যা হলো ১ হাজার ৩৯২টি।
অর্থসংবাদ/এমআই