সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। তবে আগের দিনের তুলনায় টাকার অংকে বেড়েছে শেয়ার লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ সোমবার (৩০ অক্টোবর) ডিএসইর প্রধান মূল্য সূচক ‘ডিএসইএক্স’ ১ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৬ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে এদিন ‘ডিএস-৩০’ সূচকে ১ দশমিক ৩৭ পয়েন্ট বেড়েছে। আর ডিএসইএস বা শরীয়াহ সূচকেও কমেছে ০ দশমিক ২৫ পয়েন্ট।
আজ ডিএসইতে ৪৪৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১৩ কোটি ৪৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩১৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, দর কমেছে ৭৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭৪টি কোম্পানির।
অর্থসংবাদ/এসএম