শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির আগের হিসাব বছরের তুলনায় তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ২৬২ শতাংশ।
ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিতভাবে ইপিএস হয়েছে ১৩ পয়সা। যা গত বছরের একই সময়ে ইপিএস ছিল মাইনাস ০৮ পয়সা। আলোচ্য তিন মাসে ব্যাংকটির এককভাবে ইপিএস হয়েছে ০৯ পয়সা; যা গত বছরের একই সময়ে ছিল মাইনাস ১৬ পয়সা।
ব্যাংকটি ২০২২ সালের সেপ্টেম্বরের প্রকাশিত প্রতিবেদনের ঋণাত্মক ৭০ টাকার ক্যাশ ফ্লো কাটিয়ে উঠে ১১৬ টাকা ২৭ পয়সা নেট অপারেটিং ক্যাশ ফ্লো অর্জন করেছে।
এছাড়া, তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল মাত্র ২০ পয়সা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৭৩ পয়সা। এককভাবে প্রতিষ্ঠানটির প্রথম নয় মাসে শেয়ার প্রতি আয় হয়েছে ৭৬ পয়সা। গত বছর একই সময়ে যা ছিল ০১ পয়সা।
অর্থসংবাদ/এসএম