সোমবার (৩০ অক্টোবর) কোম্পানিটির ১৩৬তম পর্ষদ সভায় নতুন চেয়ারম্যান নির্বাচন করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, আগামীকাল (৩১ অক্টোবর) থেকে কোম্পানিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মিসেস. পিয়ারা হোসাইন। তিনি কোম্পানিটির সাবেক চেয়ারম্যান মোফাজ্জল হোসাইনের স্ত্রী।
গত ১৫ অক্টোবর এস্কয়ার গ্রুপের চেয়ারম্যান মোফাজ্জল হোসাইন ৭৭ বছর বয়সে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ফলে তার স্থানে স্থলাভিষিক্ত হবেন পিয়ারা হোসাইন।
আরও পড়ুন: নগদ লভ্যাংশ দেবে এস্কয়ার নিট কম্পোজিট
প্রসঙ্গত, ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করছে।
ডিএসইতে কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১৩ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার ৮৩৩টি। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীর শেয়ার সংখ্যা ৭ কোটি ১৫ লাখ ৩৯ হাজার ৮৬৩টি। তাতে ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত লভ্যাংশ প্রদানে কোম্পানিটি ৭ কোটি ১৫ লাখ ৩৯ হাজার ৮৬৩ টাকা ব্যয় করবে।
অর্থসংবাদ/আজাদ