সূত্র অনুযায়ী, কোম্পানিটির প্রথম প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫৭ পয়সা। গত বছর একই সময়ে ছিল ৭ টাকা ০২ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৭ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৪ টাকা ০৮ পয়সা।
কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৩-মার্চ’২৩) শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৫ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ২ টাকা ০৩ পয়সা।
তাতে গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিক শেষে সোনালী পেপারের শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬৫ টাকা ৬১ পয়সা।
এদিকে গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছর শেষে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।
অর্থসংবাদ/আজাদ