পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা-পরিচালকরা কোম্পানিটির সব শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির মালিকানায় রয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার আত্মীয়-স্বজনরা। তাদের বিক্রি করা শেয়ার কিনে কোম্পানির মালিকানায় আসছে তালিকাভুক্ত আরেক বিমা কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সম্প্রতি অনুষ্ঠিত সভায় সানলাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালকরা তাদের কাছে থাকা কোম্পানিটির ১ কোটি ৫৪ লাখ ১৯ হাজার ৩০৯টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটের মাধ্যমে এ শেয়ার বিক্রি করা হবে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ শেয়ার বিক্রি করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।
সানলাইফ ইন্স্যুরেন্সের মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৬৯০। এর মধ্যে ৪৩ দশমিক ১২ শতাংশ বিক্রি করবেন কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকরা। ব্লক মার্কেটে এই শেয়ার কিনবে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। ইতোমধ্যে সানলাইফ ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের একটি চুক্তি হয়েছে।
কোম্পানিটির ২০২২ সালের বার্ষিক প্রতিবেদনের তথ্য মতে, উদ্যোক্তা পরিচালক অধ্যাপক রুবিনা হামিদের কাছে ১৯ লাখ ৬ হাজার ৭৬০, শাবানা মালেকের কাছে ৭ লাখ ১৫ হাজার ২১৩, ড. কাজী আখতার হামিদের কাছে ৭ লাখ ৮৬ হাজার ৩৭৮, ফৌজিয়া মালেকের (মৃত) কাছে ১২ লাখ ২৪ হাজার ও আলহাজ মফিজুর রহমানের (মৃত) কাছে ১০ লাখ ৬৭৯টি শেয়ার ছিল। এর মধ্যে মফিজুর রহমানের শেয়ার সম্প্রতি তার উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করা হয়েছে।
কোম্পানিটির উদ্যোক্তাদের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে ২৯ লাখ ৫৮ হাজার, মোশতাক আহমেদের কাছে ৭ লাখ ৯৪ হাজার ৬৭২ ও সাইদুর রহমান খানের কাছে ২ লাখ ৫০ হাজার ২৯টি শেয়ার ছিল। আর কোম্পানিটির শেয়ারহোল্ডার পরিচালকদের মধ্যে অ্যাডভোকেট শায়লা ফেরদৌস শানতাজ বানুর কাছে ১০ লাখ ৭ হাজার ৪২৯ ও রাহাত মালেকের কাছে ৩৯ লাখ ৪৯ হাজার ৮০০টি শেয়ার ছিল। অধ্যাপক রুবিনা হামিদ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বোন। রুবিনা হামিদের স্বামী হচ্ছেন ড. কাজী আখতার হামিদ। শাবানা মালেক স্বাস্থ্যমন্ত্রীর স্ত্রী ও রাহাত মালেক তাদের সন্তান।
অর্থসংবাদ/এসএম