সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৬৭টি কোম্পানির সর্বমোট ৫ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ৫৭১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯৪ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৩১ অক্টোবর) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এনআরবিসি ব্যাংক লিমিটেডের। কোম্পানিটির এদিন ৬৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা সী পার্ল বীচের ৪ কোটি ৩৪ লাখ এবং তালিকার তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল ব্যাংকের ২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ সাবমেরিন কেবল ১ কোটি ৮৩ লাখ, সি অ্যান্ড এ টেক্সটাইল ১ কোটি ৭৫ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ২ কোটি ৭৯ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
অর্থসংবাদ/এসএম