পুরস্কার বিতরণী মঞ্চে নিজেদের ব্যাটিং ইউনিট নিয়ে কথা বলেছেন অধিনায়ক সাকিব আল হাসান। শুরুতে রান না পাওয়া নিয়ে সাকিব বলেন, যথেষ্ট রান হয়নি, উইকেট সত্যিই ভালো ছিল। শুরুর দিকে আমরা আজও উইকেট হারিয়েছি। কিছু জুটি হয়েছিল, কিন্তু সেগুলো বড় হয়নি। ব্যাট হাতে যা হতাশাজনক। এটা (ব্যাটিং পজিশন) নিয়ে আমাদের ভাবতে হবে। টপ চার ব্যাটসম্যানের কাছ থেকে আমরা বেশি রান পাচ্ছি না।
‘আমি নিজেও চারে ব্যাট করছিলাম, কিন্তু রান পাচ্ছিলাম না। যদিও আমার আত্মবিশ্বাস কম ছিল। সৌভাগ্যবশত আমি আজ কিছু রান পেয়েছি, এখন ভালো ফিল হচ্ছে। এই মুহুর্তে অনেক কিছু পরিবর্তন করা কঠিন হয়ে যায়। তবে আমাদের এগিয়ে যেতে হবে। একসঙ্গে পারফর্ম করতে হবে। আমাদের যৌথভাবে পারফর্ম দরকার, যা হচ্ছে না’, যোগ করেন টাইগার অধিনায়ক।
পরের দুটি ম্যাচ জিতে এবারও সমর্থকদের কিছু দেওয়া আশা সাকিবের, আরও দুটি ম্যাচ, আশা করছি আমরা বাউন্স ব্যাক করতে পারব। আমরা যেখানেই যাই, তারা (ভক্তরা) আমাদের সমর্থন করে চলেছে। আমরা তাদের কিছু ফিরিয়ে দিতে চাই।
একইসঙ্গে পাকিস্তানি ক্রিকেটারদের প্রশংসাও করেছেন সাকিব, প্রথম ১০ ওভারে তারা যেভাবে বোলিং করেছে এবং পরে যেভাবে ব্যাটিং করেছে তার কৃতিত্ব পাকিস্তানকে দেওয়া উচিত।
অর্থসংবাদ/এমআই