আজ তিন প্রকল্পের উদ্বোধন করবেন হাসিনা-মোদি

আজ তিন প্রকল্পের উদ্বোধন করবেন হাসিনা-মোদি
বাংলাদেশের আখাউড়া থেকে ভারতের আগরতলা পর্যন্ত একটি আন্তঃসীমান্ত ডুয়েলগেজ রেলপ্রকল্প উদ্বোধন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি।

আজ বুধবার সকাল ১১টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে যৌথভাবে প্রকল্পটি উদ্বোধন ঘোষণা করবেন তারা। পাশাপাশি আরও দুটি প্রকল্পের উদ্বোধন হবে। এগুলো হলো- খুলনা–মোংলা রেললাইন ও মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইউনিট-২।

প্রকল্প কর্মকর্তাদের মতে, ২০১৮ সালের জুলাই মাসে ভারতীয় ঠিকাদার টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণের কাজ শুরু করে। ১২ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ রেলপথটিতে বাংলাদেশের অংশ ৬ দশমিক ৭৮ কিলোমিটার।

এদিকে, খুলনা-মোংলা রেল প্রকল্পটি ২০১০ সালের ২১ ডিসেম্বর একনেক সভায় অনুমোদিত হয়। প্রকল্পের কাজ শুরু হয় ২০১৬ সালের নভেম্বরে। প্রাথমিকভাবে, ২০২০ সালের মে মাসের মধ্যে প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল। তবে এ প্রকল্পের সময় ও ব্যয় দুটোই বেড়েছে। ৪ হাজার ২৬০ কোটি টাকা ব্যয়ে প্রায় ৯০ কিলোমিটার রেললাইনের নির্মাণ কাজ শেষ হয়েছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা