ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ৯৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৭৩ পয়েন্টে।
এছাড়া, আজ ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৩১ পয়েন্ট কমে এবং ‘ডিএস-৩০’ সূচক দশমিক ১০ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৬০ ও ২১৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৩৭২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫২২ কোটি ৮৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫০ কোম্পানির। দরপতন হয়েছে ৯২ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
অর্থসংবাদ/এমআই