সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৫১টি কোম্পানির সর্বমোট ৬৩ লাখ ৩৪ হাজার ৮৫টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ২৫ কোটি ৩৯ লাখ ২৭ হাজার টাকা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০২ নভেম্বর) ব্লকে সবচেয়ে বেশি এমারেল্ড অয়েলের ৮ কোটি ৬ লাখ ১৬ হাজার টাকার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে সি অ্যান্ড এ টেক্সটাইলের ২ কোটি ৯৬ লাখ ৪৪ হাজার এবং তৃতীয় স্থানে এইচআর টেক্সটাইলের ২ কোটি ৩৬ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, আজ ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ডরিন পাওয়ারের ১ কোটি ১৪ লাখ ৯৯ হাজার, ফাইন ফুডসের ১ কোটি ১৩ লাখ ৯০ হাজার, রেনেটার ১ কোটি ৪ লাখ ১৩ হাজার, সোনালী পেপারের ১ কোটি, সি পার্ল রিসোর্টের ৮২ লাখ ৬ হাজার, রহিমা ফুডের ৬০ লাখ ৮৬ হাজার এবং ব্র্যাক ব্যাংকের ৫৩ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অর্থসংবাদ/এসএম