সমাপ্ত সপ্তাহে (৫-৯ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর পতন হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিদায়ী সপ্তাহে ফান্ডটির ইউনিট দর কমেছে ৩৩ দশমিক ৬৫ শতাংশ। সপ্তাহজুড়ে সর্বোচ্চ দরপতন হওয়ায় সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে রয়েছে প্রতিষ্ঠানটি।
ইন্টার্ন লুব্রিকেন্ট লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১২ দশমিক ৯৮ শতাংশ। আর ১২ দশমিক ৮৫ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে লিবরা ইনফিউশন লিমিটেড।
টাপটেন লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল টি, এমবি ফার্মা, সোনালী আঁশ, ইমাম বাটন, এডিএন টেলিকম, জিকিউ বলপেন এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
অর্থসংবাদ/এসএম