সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৩ নভেম্বর) খান ব্রাদার্সের ৩০ লাখ ০৫ হাজার ৭৭৮টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ১৮ কোটি ৮১ লাখ টাকা। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা জেমিনি সি ফুডের আজ ১৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৪ কোটি ০৪ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এডিএন টেলিকম লিমিটেড।
সোমবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিডি থাই অ্যালুমিনিয়াম, প্যাসিফিক ডেনিমস, এপেক্স ফুটওয়্যার, খুলনা প্রিন্টিং, এমারেল্ড অয়েল, ফু-ওয়াং ফুড এবং স্কায়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
অর্থসংবাদ/এসএম