ডলার বিক্রিতে নির্ধারিত দরের বেশি পাবে না এক্সচেঞ্জ হাউজ

ডলার বিক্রিতে নির্ধারিত দরের বেশি পাবে না এক্সচেঞ্জ হাউজ
বাংলাদেশের ব্যাংকগুলোর কাছে মার্কিন ডলার বিক্রির সময় ফরেন এক্সচেঞ্জ হাউজগুলো ব্যাংকের জন্য করা নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা পাবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে দেশের শীর্ষ এক্সচেঞ্জ হাউসের প্রতিনিধি ও বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্টের (এফইপিডি) কর্মকর্তাদের মধ্যে এক বৈঠকে এ তথ্য জানানো হয়।

প্রবাসীদের কাছ থেকে ১১৬ টাকার বেশি দামে মার্কিন ডলার না কেনার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়ার প্রায় এক সপ্তাহ পর এ কথা জানালো কেন্দ্রীয় ব্যাংক।

গত ৯ নভেম্বর জারি করা নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সিদ্ধান্ত অনুযায়ী রেমিট্যান্স আহরণে প্রণোদনাসহ প্রতি ডলার সর্বোচ্চ ১১৬ টাকা দিতে পারবে ব্যাংকগুলো।

বাফেদা-এবিবির সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকগুলো এক্সচেঞ্জ হাউজ থেকে সর্বোচ্চ ১১০ টাকা ৫ পয়সা হারে ডলার সংগ্রহ করতে পারবে এবং ব্যাংকগুলো তাদের নিজস্ব তহবিল থেকে সর্বোচ্চ ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা দিতে পারবে।

গ্রাহকরা প্রতি মার্কিন ডলারের জন্য ২ দশমিক ৫ শতাংশ সরকারি প্রণোদনাসহ ১১৬ টাকা পাবেন।

এফইপিডির পরিচালক সারোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওয়েস্টার্ন ইউনিয়ন, ইনস্ট্যান্ট ক্যাশ, মানিগ্রাম, স্মল ওয়ার্ল্ড, ট্রান্সফাস্ট, মার্চেন্টরেড এশিয়া, রিয়া মানি ট্রান্সফার, প্লাসিড ও এনইসি মানি ট্রান্সফারসহ শীর্ষ ১০টি ফরেন এক্সচেঞ্জ হাউজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি