সোমবার (১৩ নভেম্বর) বিকালে মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে ফরেন সার্ভিস একাডেমির (এফসিএ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরুণ কর্মকর্তাদের ২৯তম কূটনৈতিক প্রশিক্ষণ কোর্স এবং আসিয়ানভুক্ত দেশগুলোর তরুণ কূটনীতিকদের বিশেষ কোর্সের অংশ হিসেবে এফবিসিসিআই পরিদর্শনে আসে এফসিএর এই প্রতিনিধি দল। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মাশ্ফী বিনতে শামস।
এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, আসিয়ানের সদস্য দেশগুলো বাংলাদেশের অত্যন্ত ঘনিষ্ঠ প্রতিবেশী এবং দেশগুলোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের জন্য বিপুল সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে আসিয়ানভুক্ত দেশগুলোর বাণিজ্য বৃদ্ধিতে তরুণ পররাষ্ট্র কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, পরিবেশ-বান্ধব সবুজ শিল্পায়ন, দক্ষ কর্মী, নারী উদ্যোক্তা তৈরি ও ব্যবসা বাণিজ্যে তাদের অংশগ্রহণ বৃদ্ধি, এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে এফবিসিসিআই।
এ সময় বর্হিবিশ্বে বাংলাদেশ ও বাংলাদেশী পণ্যের ব্র্যান্ডিং এবং বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরো উন্নত করতে ফরেন সার্ভিস একাডেমি প্রতিনিধিদলের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মাশ্ফী বিনতে শামস বেসরকারি খাতের সুরক্ষায় এফবিসিসিআইয়ের ভূমিকার প্রশংসা করেন। দেশের অর্থনৈতিক উন্নয়নেও এফবিসিসিআইর গুরুত্বের কথা তুলে ধরেন।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআইর মহাসচিব মো. আলমগীর, এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী, এফবিসিসিআই পরিচালক মোহাম্মদ ইশাকুল হোসেন সুইট, নিয়াজ আলী চিশতীসহ অনেকে।