এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ, সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান ফৌজি ও মাহাথি হাসান জুয়েল, সহকারী অধ্যাপক মো. আল আমিন এবং মেঘনা বেভারেজ লিমিটেডের জিএম (প্লান্ট হেড) সমির কুমার দত্ত, এজিএম (সেন্ট্রাল এডমিন) মো. আবু জাহের ভূঁইয়া এবং এসিস্ট্যান্ট ম্যানেজার মো. শাহিন রেজা।
মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ বলেন, মূলত শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের প্রোডাকশন এবং ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট এবং মার্কেটিং স্ট্রাটেজি সম্পর্কে ধারণা দেয়াই এই ট্যুরের মূল উদ্দেশ্য ছিল।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী উম্মে আয়মান বলেন, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এ শিল্প কারখানা পরিদর্শনের মাধ্যমে আমরা নতুন অনেক কিছু জানতে এবং শিখতে পেরেছি। পাঠ্যক্রমের বাইরে গিয়েও নতুন কিছু শেখার সুযোগ পাওয়া সবসময়ই শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ সুযোগ। এমন একটি আয়োজনের জন্য আমরা মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ এবং আমাদের শিক্ষকদের অসংখ্য ধন্যবাদ জানাই।
ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের আনুষ্ঠানিকতা শেষে প্রতিষ্ঠানটির কনফারেন্স রূমে সংক্ষিপ্ত আলোচনা সভা এবং প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের বক্তারা জগনাথ বিশ্ববিদ্যালয় এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর মধ্যে পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেন এবং দেশ ও জাতি গঠনের কাজে সামগ্রিকভাবে এগিয়ে যাওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।