8194460 নির্বাচন পর্যবেক্ষণে ইইউর প্রতিনিধি দল আসবে শনিবার - OrthosSongbad Archive

নির্বাচন পর্যবেক্ষণে ইইউর প্রতিনিধি দল আসবে শনিবার

নির্বাচন পর্যবেক্ষণে ইইউর প্রতিনিধি দল আসবে শনিবার
দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল আগামী ১৮ নভেম্বর (শনিবার) বাংলাদেশে আসবে। এ ছাড়া কমনওয়েলথের একটি নির্বাচন অ্যাসেসমেন্ট মিশনও একইদিনে পাঁচ দিনের সফরে ঢাকায় আসবে।

আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণের জন্য চার সদস্য বিশিষ্ট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক্সপার্ট মিশন কিছুদিনের মধ্যে বাংলাদেশে আসবে।

এ ছাড়া কমনওয়েলথের একটি নির্বাচন অ্যাসেসমেন্ট মিশন আগামী ১৮ থেকে ২২ নভেম্বর ঢাকায় অবস্থান করবেন।

এদিকে জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য দেশীয় সংস্থাগুলোকে আগামী ২৫ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে আবেদন করতে হবে বলে জানিয়েছেন ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে, অর্থাৎ ২৫ নভেম্বরের মধ্যে পর্যবেক্ষক সংস্থাকে কোন কোন নির্বাচনি এলাকা (সংসদীয় আসনভিত্তিক) বা এলাকাগুলোতে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক, তা উল্লেখ করে কমিশন সচিবালয়ের সচিব বরাবর লিখিত আবেদন করতে হবে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা