আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের পক্ষ থেকে চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। চুক্তির মধ্যে সামিটের সঙ্গে দীর্ঘমেয়াদে অংশীদারী সেবার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
চুক্তি সম্পন্নের পর বাংলালিংকের এক তৃতীয়াংশ টাওয়ারের মালিকানা সামিটের অধীনে চলে যাবে। টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অনুমোদন সাপেক্ষে টাওয়ার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। টাওয়ার বিক্রির অর্থ বাংলালিংকের আর্থিক দায়বদ্ধতা মেটানোর পাশাপাশি কোম্পানিটির ডিজিটাল ব্যবসা সম্প্রসারণের কাজে ব্যয় হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নমোরা ইন্টারন্যাশনাল পিএলসি বাংলালিংকের আর্থিক উপদেষ্টা হিসেবে এবং ব্রিটিশ বহুজাতিক ল ফার্ম অ্যালেন ওভারি এলএলপি ও দেশের শীর্ষস্থানীয় ল ফার্ম ড. কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটস চুক্তির আইনি উপদেষ্টা হিসেবে কাজ করছে।
অর্থসংবাদ/এমআই