ইনস্টাগ্রামের তথ্যমতে, বর্তমানে ক্লোজ ফ্রেন্ডস সুবিধার মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের জন্য আলাদাভাবে স্টোরিজ ও নোটস প্রকাশ করা যায়। এবার আলাদাভাবে পোস্ট ও রিলস দেখার সুযোগও পাওয়া যাবে। এর ফলে ইনস্টাগ্রামের পাবলিক অ্যাকাউন্ট ব্যবহারকারীরা সহজেই নির্দিষ্ট গ্রুপের সদস্যদের জন্য স্টোরিজ, নোটসের পাশাপাশি পোস্ট ও রিলসও প্রকাশ করতে পারবেন।
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ নিজের ইনস্টাগ্রাম চ্যানেলে জানিয়েছেন, ইনস্টাগ্রাম ফিড ও রিলসের জন্য ক্লোজ ফ্রেন্ডসের পরিসর বড় করা হচ্ছে। এর ফলে নির্দিষ্ট ব্যক্তিদের জন্য আলাদা পোস্ট ও রিলস প্রদর্শনের সুযোগ পাওয়া যাবে।
নির্বাচিত ব্যক্তিদের জন্য পোস্ট ও রিলস প্রকাশের আগেই ইনস্টাগ্রামের ‘অডিয়েন্স লিস্ট’ থেকে ক্লোজ ফ্রেন্ডস অপশন নির্বাচন করতে হবে। তবে ইনস্টাগ্রামে ক্লোজ গ্রুপ অপশন নির্বাচন করা না থাকলে নতুন এ সুবিধা ব্যবহার করা যাবে না।
অর্থসংবাদ/এমআই