ইবির উদ্যোগে জাপানের শিক্ষা সংক্রান্ত বিষয়ে এমওইউ স্বাক্ষরিত

ইবির উদ্যোগে জাপানের শিক্ষা সংক্রান্ত বিষয়ে এমওইউ স্বাক্ষরিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামিক শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইআইইআর) উদ্যোগে শিক্ষা সংক্রান্ত বিষয়ে জাপানের একটি প্রতিষ্ঠানের সাথে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে।


রবিবার (১৯ নভেম্বর) সকালে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া ও জাপানী প্রতিষ্ঠানের পক্ষে জেনমেরারী চুক্তিপত্রে স্বাক্ষর করেন।


চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মো. মামুনুর রহমান, সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন উর রশিদ আসকারী, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহীনুর রহমান, অধ্যাপক ড. মো. রুহুল কে এম সালেহ, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. মো. রেজওয়ানুল ইসলাম, অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, অধ্যাপক ড. মিয়া মো. রাশিদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, এ চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধ পরবর্তী স্বীকৃতিকারী দেশ হিসেবে এবং জাপান বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুত্বের কথা ও দেশের সবধরনের উন্নয়নে জাপানী সহায়তার কথা কৃতজ্ঞচিত্রে তুলে ধরেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি