বিনিয়োগ নীতি হচ্ছে, প্রণোদনা পাবেন বিনিয়োগকারীরা

বিনিয়োগ নীতি হচ্ছে, প্রণোদনা পাবেন বিনিয়োগকারীরা

সবুজ বা পরিবেশবান্ধব বিনিয়োগসহ দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতি করা হচ্ছে। যার খসড়া প্রণয়নের কাজ করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। সব অংশীজনের মতামতের ভিত্তিতে এটি চূড়ান্ত করা হবে। এতে সবুজ অর্থায়নের ক্ষেত্রে করছাড়সহ বিভিন্ন প্রণোদনার ব্যবস্থা থাকবে।


রবিবার (১৯ নভেম্বর) রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে বাংলাদেশ ফরেন ইনভেস্টরস চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) ৬০ বছর পূর্তি এবং বিনিয়োগ মেলা-২০২৩ অনুষ্ঠানের প্যানেল অধিবেশনে বিডার নির্বাহী সদস্য (বিদেশি বিনিয়োগ উন্নয়ন) মহসিনা ইয়াসমিন এসব কথা জানান।


তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারী, বেসরকারি খাত এবং নীতি-নির্ধারক সবার সমন্বিত মতামতের ভিত্তিতে বিনিয়োগ নীতি চূড়ান্ত করা হবে। আমাদের লক্ষ্য হচ্ছে একটি টেকসই বিনিয়োগ ব্যবস্থা গড়ে তোলা।


মহসিনা ইয়াসমিন বলেন, বিশ্বব্যাংক সহজে ব্যবসা করার সূচক প্রকাশ করা বন্ধ করে দিয়েছে। তবে আমরা আমাদের ব্যবসায় পরিবেশের উন্নয়নে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট কর্মসূচি’ নামে একটি প্রোগ্রাম চালু করতে যাচ্ছি। যার মাধ্যমে দেশের অভ্যন্তরে ব্যবসায় পরিবেশের সূচক নির্ণয় করা হবে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নিরাপদ এবং নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগ করা যাচ্ছে।


‘গ্রিন ভ্যালু চেইন’ শীর্ষক এই অধিবেশনে প্রধান অতিথি ছিলেন স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্কের কো-চেয়ার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদ। ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আকতারের সঞ্চালনায় অধিবেশনে অন্যান্যের মধ্যে বিল্ড চেয়ারপারসন ব্যারিস্টার নিহাদ কবীর, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিল্লার, গ্রামীণ ফোনের সিইও ইয়াসির আজমান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার আলোচনায় অংশ নেন।


এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্ষ অধ্যাপক ইমরান রহমান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ফিকির ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দু’দিনব্যপী অনুষ্ঠানের উদ্বোধন করেন।


অধিবেশনের প্রধান অতিথি আবুল কালাম আজাদ টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য বিদেশি বিনিয়োগ বাড়ানোর প্রয়োজন উল্লেখ করে বলেন, বাংলাদেশে ১০০ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। হাইটেক পার্ক আছে। এখানে বিদেশি কোম্পানিকে বিনিয়োগ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।


তিনি বলেন, জলবায়ু পরিবতর্নের কারণে বাংলাদেশ অনেক ক্ষতিগ্রস্ত। সাইক্লোনসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে। গ্রিন ভ্যালু চেইনে ছোট শিল্প প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের ওপর গুরুত্ব দিতে হবে।


ব্যারিস্টার নিহাদ কবীর পরিবেশবান্ধব শিল্পায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, বর্জ্য ব্যবস্থাপনার কারণে অধিকাংশ কারখানার ব্যয় বেড়ে যাচ্ছে। এখানে সরকারের প্রণোদনা দেয়া জরুরি।পোশাক কারখানাসহ অন্যান্য যেসব পরিবেশবান্ধব শিল্প প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর পণ্য বিক্রির ক্ষেত্রে ন্যায্য মূল্য প্রাপ্তির নিশ্চিয়তা দিতে হবে।


তিনি বলেন, পরিবেশবান্ধব প্রতিষ্ঠানের পণ্যের মূল্য বেশি থাকা উচিত। বিদেশি ক্রেতাদের পরিবেশবান্ধব পণ্যের মূল্য বাড়াতে হবে। অধিবেশনে অন্য বক্তরা গ্রিন ভ্যালু চেইন শক্তিশালী করতে একটি প্রগতিশীল কৌশল নির্ধারণের ওপর জোর দেন।


অর্থসংবাদ/বাসস/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ