সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে ঋণের বিষয়ে মিথ্যা বা ভুয়া তথ্য প্রচারিত হচ্ছে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়, সম্প্রতি মোবাইল অ্যাপস, ভিডিও এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নাম, মনোগ্রাম বা লোগো ব্যবহার করে সাধারণ জনগণকে কম সুদে ঋণ বা সহজ ঋণ দেয়ার বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে।
তবে বাংলাদেশ ব্যাংক এ ধরনের কোনো প্রকার ঋণ জনগণকে দেয় না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ ধরনের ভুয়া গ্রুপ বা আইডির প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
অর্থসংবাদ/এসএম