জনগণ ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে

জনগণ ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে
গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে এবং ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশের জনগণ। নয়াদিল্লিতে বিভিন্ন দেশের মিশন প্রধানদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু হলে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের সমকালীন পরিস্থিতি তুলে ধরেন তিনি। এ সময় প্রায় ৯০টি মিশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। যাদের মধ্যে ছিলেন উল্লেখযোগ্য সংখ্যক রাষ্ট্রদূত ও কূটনীতিক।

এর আগে বিকেলে হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র দপ্তর পর্যায়ের বৈঠকে অংশ নেন সচিব মাসুদ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বৈদেশিক নীতির অগ্রাধিকার ও গতিশীলতার কথা তুলে ধরেন মাসুদ বিন মোমেন। বিভিন্ন ভূ-রাজনৈতিক সমসাময়িক ইস্যুতে বাংলাদেশের অবস্থান সম্পর্কে রাষ্ট্রদূতদের অবহিত করেন তিনি।

এসময় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কেও অবহিত করেন।

মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশের জনগণ এ উৎসব উদযাপন, পছন্দের প্রতিনিধিদের ভোট দিতে ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। উৎসবমুখর পরিবেশে ভোটারদের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর।

মাসুদ বিন মোমেন নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে কূটনীতিকদের সমর্থন আশা করেন। উদ্যোগটি এই অঞ্চল ও এর বাইরে শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস