সাকিব-মুস্তাফিজদের ছেড়ে দিল আইপিএল ফ্র্যাঞ্চাইজি

সাকিব-মুস্তাফিজদের ছেড়ে দিল আইপিএল ফ্র্যাঞ্চাইজি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর দুবাইতে। এর আগেই ট্রেড উইন্ডোর মাধ্যমে দলগুলো নিজেদের গুছিয়ে নেয়া শুরু করেছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর রেখে দেয়া ও ছেড়ে দেয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশের শেষ দিন রবিবার।

আগেই জানা গেছে আইপিএলের আগামী আসরে খেলবেন না বেন স্টোকস। তাই তাকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত চেন্নাই সুপার কিংস। তাদের ছেড়ে দেয়া ক্রিকেটারদের তালিকাতে রয়েছেন কাইল জেমিসন ও সিসান্দা মাগালাও। আইপিএল থেকে অবসর নেয়ায় আম্বাতি রাউডুকেও ছেড়ে দিয়েছে ধোনির দল।

ভগবত ভার্মা, শুভ্রান্সু সেনাপতি ও আকাশ সিংকেও দলে রাখেনি দলটি। এদিকে গুজরাট টাইটান্স থেকে ট্রেডের মাধ্যমে হার্দিক পান্ডিয়াকে দলে নিয়েছে আইপিএলের ৫বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি অধিনায়ক রভম্যান পাওয়েলকে ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস।

মুস্তাফিজুর রহমানের সঙ্গে চেতন সাকারিয়া, মানিষ পান্ডে, ফিল সল্ট, মুস্তাফিজুর রহমান, কমলেশ নাগারকোটি, রিপাল প্যাটেল, সরফরাজ খান, আমান খান ও প্রিয়ম গার্গকেও ছেড়ে দিয়েছে দিল্লি। পাঞ্জাব কিংসের ছেড়ে দেয়া ক্রিকেটারদের তালিকায় আছেন ভানুকা রাজাপাকশে, মোহিত রাথি, বালতেজ ধান্দা, রাজ বাওয়া ও শাহরুখ খান।

কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে সাকিব আল হাসান, লিটন দাস, ডেভিড ভিসে, আরিয়া দেশাই, নারায়ণ জগদিশান, মানদীপ সিং, কুলাওয়ান্ত খেজরলিয়া, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি ও জনসন চার্লসকে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের