ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বুধবার (২৯ নভেম্বর) সি পার্লের ২০ কোটি ৮৯ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফু-ওয়াং ফুডের আজ ১৭ কোটি ৬৩ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১২ কোটি ২৮ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে খুলনা প্রিন্টিং।
বুধবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- মুন্নু সিরামিক, সোনালী আঁশ, ইয়াকিন পলিমার, সেন্ট্রাল ফার্মা, প্যাসিফিক ডেনিমস, ফু-ওয়াং সিরামিক এবং ওরিয়ন ইনফিউশন।
অর্থসংবাদ/এমআই