সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০৯টি কোম্পানির ৩৮৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) খুলনা প্রিন্টিংয়ের ৯৯ লাখ ৭৫ হাজার ৩০৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ২৫ কোটি ৬০ লাখ টাকা।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আফতাব অটোর আজ ২০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং ফুড, ইয়াকিন পলিমার, এমারেল্ড ওয়েল, সেন্ট্রাল ফার্মা, প্যাসিফিক ডেনিমস এবং শমরিতা হসপিটাল।