ইবিতে সেইভ ইয়ুথ কর্মশালা

ইবিতে সেইভ ইয়ুথ কর্মশালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘সেইভ ইয়ুথ বাংলাদেশ’র দুই দিনব্যাপী ‘শান্তি, সহিষ্ণুতা ও বৈচিত্র্যতা’ শীর্ষক তরুণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের ২০৮ নং কক্ষে কর্মশালাটি আরম্ভ হয়। মাইক্রোগভার্নেন্স রিসার্চ ইনিশিয়েটিভ (এমজিআর), ঢাকা বিশ্ববিদ্যালয় চাপ্টার ও ইবি সেভ ইয়ুথ চাপ্টারের সহযোগিতায় বিকাল ৪ টার পর্যন্ত কর্মশালাটি চলবে। আগামীকাল ১লা ডিসেম্বর এ কর্মশালাটির কার্যক্রম সমাপ্ত হবে।


এ কর্মশালাটি মাইক্রোগভার্নেন্স রিসার্চ ইনিশিয়েটিভের (এমজিআর) ডাটা ম্যানেজার মাহজার এবং এমজিআর এর ডাটা এনালিস্ট আনিকা পরিচালনা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করে।


প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষার্থীদেরকে গণতন্ত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, শান্তি, সংঘর্ষ, সহিষ্ণুতা এবং মতের বৈচিত্র্যতার ওপর বাস্তবিক জ্ঞান প্রদান করা হয়।


এসময় এমজিআর’র ডাটা ম্যানেজার আজহার জানান, শান্তি প্রতিষ্ঠার জন্য সেইভ ইয়ুথ বাংলাদেশ ২০১৯ সাল থেকে স্টুডেন্টদের জন্য কাজ করে যাচ্ছে। যাতে করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে শান্তি বজায় রাখতে পারে এবং বৈচিত্র্য পরিবেশে নিজেদের মানিয়ে নিতে পারে। আমাদের সমাজে যেসব ছোটখাটো বিরোধ রয়েছে সেগুলো যেনো নিষ্পত্তি করতে পারে। আমাদের ১৫ টি বিশ্ববিদ্যালয়ে প্রায় ২৫০০ এর অধিক সেইভ ইয়ুথের সদস্য রয়েছে। আমাদের উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা যেনো কর্মশালা করার মধ্য দিয়ে সমাজের ছোট-বড় সমস্যা সমাধানে নিজেদের কন্ট্রিবিউট করতে পারে। তাহলেই আমাদের কর্মশালাটি সফল হবে।


উল্লেখ্য, ২০১৯ সাল থেকে সেইভ ইয়ুথ বাংলাদেশ কাজ শুরু করে। তরুণদের জন্য ভিন্নধর্মী প্লাটফর্ম হিসেবে সংগঠনটি শান্তির প্রচার, সহিষ্ণুতা, বৈচিত্র্যতার প্রতি সম্মান ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে কাজ করে। সমাজ ও রাষ্ট্রের সকল সহিংসতার বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে এই সংগঠনটি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি