ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯১৫ বারে ১৪ লাখ ২৪ হাজার ৭২৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৭৫ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ১ হাজার ১১০ বারে ২৭ লাখ ৮৩ হাজার ৪৮৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৮ লাখ টাকা।
তৃতীয়স্থানে থাকা সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৮৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৫৯ বারে ৪৯ লাখ ১৫ হাজার ৯৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৪৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৯ দশমিক ৮৩ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৭৮ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্টের ৯ দশমিক ৫২ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ৯ দশমিক ১৪ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ১০ শতাংশ, রিলায়েন্স ওয়ার দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ০৯ শতাংশ এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯ দশমিক ০৬ শতাংশ বেড়েছে।