পাইকারি বাজারে কমেছে আলুর দাম

পাইকারি বাজারে কমেছে আলুর দাম
দেশের অসাধু ব্যবসায়ীর কারসাজিতে বেড়ে যাওয়া আলুর দাম নিয়ন্ত্রণে ভারত থেকে আলু আমদানি করছে সরকার। তবে গত বৃহস্পতিবার আলু আমদানির সময়সীমা শেষ হওয়ার খবরে বাজার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছিল। এরপর আলু আমদানির মেয়াদ আরো ১৫ দিন বাড়ানোয় দিনাজপুরের হিলি স্থলবন্দরে কমতে শুরু করেছে পণ্যটির দাম।

গত দুদিনের ব্যবধানে পাইকারি পর্যায়ে কেজিপ্রতি দাম কমেছে ৪ টাকা। দুদিন আগেও প্রতি কেজি আলু প্রকারভেদে ৩২-৩৮ টাকা দরে বিক্রি হয়েছে। গতকাল তা ৩০-৩৪ টাকায় বিক্রি হতে দেখা গেছে। বন্দর দিয়ে আমদানি অব্যাহত থাকায় দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বন্দরে আলু কিনতে আসা পাইকার আইয়ুব আলী বলেন, ৩০ নভেম্বর আলু আমদানির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এ কারণে মেয়াদ শেষ হওয়ার একদিন আগে থেকেই আলুর দাম বাড়তে শুরু করে। প্রকারভেদে ২৭-৩০ টাকায় বিক্রি হওয়া আলু বেড়ে ৩২-৩৮ টাকায় উঠে যায়। গত বৃহস্পতিবার কার্টিনাল জাতের লাল বর্ণের আলু দাম বেড়ে ৩৭-৩৮ টাকা কেজি দরে উঠে যায়। এছাড়া সাদা বর্ণের আলু ২৭ টাকা থেকে বেড়ে কেজিপ্রতি ৩২ টাকায় বিক্রি হতে শুরু করে। তবে আবারো আমদানির সময়সীমা বাড়ানোয় বন্দর দিয়ে শনিবার থেকে আলু আমদানি হচ্ছে। তাই দামও কমতে শুরু করেছে। সাদা বর্ণের আলু ৩০ টাকা ও কার্টিনাল জাতের আলু ৩৪ টাকায় বিক্রি হচ্ছে।

দেশের বাজারে আলুর দাম অস্থিতিশীল হয়ে উঠলে গত ৩০ অক্টোবর আলু আমদানির অনুমতি দেয় সরকার। ২ নভেম্বর থেকে হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে আলু আনতে শুরু করেন আমদানিকারকরা। শুধু হিলি স্থলবন্দর দিয়েই ৪০ হাজার টন আলু আমদানির অনুমতি পান কয়েকজন ব্যবসায়ী। এতে আলুর সরবরাহ বাড়ায় দাম কমে আসে। তবে আমদানির মেয়াদ ছিল ৩০ নভেম্বর পর্যন্ত। ফলে গত বৃহস্পতিবারই ছিল আলু আমদানির শেষ দিন। কিন্তু বাজার এখনো পুরোপুরি স্থিতিশীল না হওয়ায় আমদানির মেয়াদ আরো কিছুদিন বাড়ানোর দাবি তোলেন ব্যবসায়ীরা। পরিস্থিতি বিবেচনা করে সরকার ১৫ ডিসেম্বর পর্যন্ত আলু আমদানির সময় বাড়ানোর ঘোষণা দেয়।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান